করোনায় আক্রান্ত বিএনপির নেতাকর্মীদের মধ্যে ফল ও ওষুধ বিতরণ

বাগেরহাটে করোনায় আক্রান্ত বিএনপির নেতাকর্মীদের মধ্যে মৌসুমি ফল ও ওষুধ বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকালে জেলা যুবদলের নেতারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার হিসেবে আক্রান্ত নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে এই মৌসুমি ফল ও ওষুধসামগ্রী পৌঁছে দেন। এ সময় জেলা যুবদলের সহসভাপতি মাসুদুজ্জামান মাসুদ, সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা, জেলা তাঁতী দলের সদস্য সচিব শেখ জিল্লুর রহমান, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এস কে বদরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
নেতারা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশে করোনায় আক্রান্ত বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে এই মৌসুমি ফল ও ওষুধসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ সকালে জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম ও যুবদলনেতা কামরুল ইসলাম রোমানের বাড়িতে গিয়ে মৌসুমি ফল ও ওষুধসামগ্রী পৌঁছে দেওয়া হয়। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান নেতারা।