করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ছাড়িয়েছে ১০ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে আরও একজন। নতুন করে শনাক্ত হয়েছে ৪৩৫ জন। শনাক্তের হিসেবে যা ১০ দশমিক ৫৫ শতাংশ। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২০ লাখ ১৫ হাজার ৭৪৩ জন। করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩৩৫ জনের।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় সুস্থ হয়েছেন ২৩০ জন। এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৫৯ হাজার ২৬৭ জন। এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে চার হাজার ১১১টি। নমুনা পরীক্ষা করা হয়েছে চার হাজার ১২২টি। এখন পর্যন্ত এক কোটি ৪৮ লাখ ৩ হাজার ৫৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১০ দশমিক ৫৫ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৬২ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ২০ শতাংশ। মারা গেছে এক দশমিক ৪৬ শতাংশ।