করোনায় বেশি সংক্রমিত এলাকায় চলাচলে মসিকের সতর্কবার্তা

করোনাভাইরাসে অধিক সংক্রমিত এলাকা চিহ্নিত করে চলাচলে বিশেষ সতর্কতামূলক নোটিশ টাঙিয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)। আজ মঙ্গলবার দুপুরে এ খবর নিশ্চিত করেছেন মসিক মেয়র মো. ইকরামুল হক টিটু।
জানা গেছে, আজ সকাল থেকে অধিক করোনা সংক্রমণ এলাকায় এই নোটিশ টাঙানোর কাজ শুরু হয়েছে। এলাকাগুলো হলো শহরের নতুন বাজার, বাউন্ডারি রোড, চরপাড়া, শিকারিকান্দা, দিঘারকান্দা, ভাটি কাশর, কৃষ্টপুর, আলিয়া মাদ্রাসা, বলাশপুর, কেওয়াটখালি, কালিবাড়ি, কাচিঝুলি, আকুয়া চুকাইতলা, মাদ্রাসা কোয়ার্টার, নওমহল, সারদা ঘোষ রোড এবং আরকে মিশন রোড।
মেয়র টিটু এসব এলাকায় চলাচল ও ভ্রমণে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন।
এই নোটিশ টাঙানোর সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. শাহজাহান, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার ও মসিকের খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার।
এ বিষয়ে ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, ‘গতকাল বেলা ১১টার দিকে আমার অফিসে সিটি করপোরেশন, উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও পুলিশ বিভাগের কর্মকর্তাদের নিয়ে সভা করে অধিক সংক্রমিত এলাকায় নোটিশ টাঙানোর সিদ্ধান্ত হয়। আজ তা বাস্তবায়ন করা হলো।’