করোনা আতঙ্ক : বন্ধ হল মিরপুর চিড়িয়াখানা

করোনাভাইরাসের বিস্তার রোধে মিরপুরের জাতীয় চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করেছে সরকার।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আজ শুক্রবার থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত ঢাকার মিরপুরে এই চিড়িয়াখানা বন্ধ থাকবে।’
এর আগে চট্টগ্রাম চিড়িয়াখানাও ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দেয় জেলা প্রশাসন।
বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেন, ‘চিড়িয়াখানায় দর্শণার্থীর উপস্থিতির মাধ্যমে যাতে করোনাভাইরাসের সংক্রমণ ছড়াতে না পারে সেজন্য আজ থেকে ৩১ মার্চ পর্যন্ত জাতীয় চিড়িয়াখানা বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ ভাইরাসের বিস্তার রোধে যখন যেখানে যা প্রয়োজন, সেই আলোকে সরকার সবধরনের পদক্ষেপ নিচ্ছে। জনসাধারণকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে এবং সরকারকে সহযোগিতা করতে আহ্বান জানাচ্ছি।’
বাংলাদেশে এ পর্যন্ত ২০ জনের এ ভাইরাসে সংক্রমিত হওয়ার খবর দিয়েছে সরকার, মৃত্যু হয়েছে একজনের। জনসমাগমে এ রোগ ছড়ানোর ঝুঁকি বাড়ে বলে সব ধরনের সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান সীমিত করার আহ্বান জানিয়েছে সরকার।
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান এরইমধ্যে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে সব ক্লাব ও সিনেমা হল।
এ ছাড়া দেশের কোনো প্রত্নস্থল ও প্রত্নতাত্ত্বিক জাদুঘরে ২ এপ্রিল পর্যন্ত দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন না। পর্যটনকেন্দ্রে যেতেও পর্যটকদের নিষেধ করা হচ্ছে।