কাপ্তাইয়ে বিস্ফোরণ, বাবা-ছেলে নিহত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/01/08/rangamati.jpg)
রাঙামাটির কাপ্তাইয় উপজেলায় এক বিস্ফোরণে বাবা-ছেলে নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন মা। আজ রোববার (৮ জানুয়ারি) সন্ধ্যার পর ওই উপজেলার নতুন বাজার বাদশা মিয়ার টিলা এলাকায় এই বিস্ফোরণ ঘটে। তবে, কী থেকে বিস্ফোরণ ঘটেছে তা এখনও বলতে পারেনি পুলিশ ও স্থানীয় প্রশাসন।
নিহত বাবার নাম ইসমাইল মিয়া (৪৫) এবং তাঁর ছেলের নাম মো. রিফাত (৭)। এ ঘটনায় আহত মায়ের নাম সখিনা বেগম (৩৫)। তাঁকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) রওশন আরা রব বলেছেন, ‘আমরা একটি বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে জানতে পারি, ইসমাইল নামের এক মাঝি লৌহজাত পুরোনো পণ্য সংগ্রহ করে বিক্রির জন্য বাসায় এনেছিলেন। সেখানেই থাকা কোনো একটি বস্তুর বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটেছে। প্রাথমিক পর্যবেক্ষণে সেখানে বিস্ফোরফ জাতীয় কিছুর উপস্থিতির প্রমাণ মিলেছে। তবে, বিস্ফোরক বিশেষজ্ঞরা না আসা পর্যন্ত আমরা সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারব না।’
এ বিষয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান বলেন, ‘প্রাথমিকভাবে গ্যাস বিস্ফোরণ বলে মনে হলেও পরে জেনেছি, অন্য কোনো কিছুর বিস্ফোরণ হয়েছে। সেটা কী, তা বিস্ফোরক বিশেষজ্ঞরা এলে জানা যাবে।’
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীমউদ্দীন জানিয়েছেন, ঠিক কেন বা কীসের থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত টিম আসছে, তারা আসার পর পরীক্ষা করে বিস্তারিত বলা যাবে।’
কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. ওমর ফারুক রনি জানান, এই বিস্ফোরণের ঘটনায় বাবা ও ছেলেকে হাসাপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। এ ছাড়া দগ্ধ গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।