চুয়াডাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/09/chuadanga_2.jpg)
শনিবার মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুইট ও নাহিদ। ছবি: এনটিভি
চুয়াডাঙ্গার দামুড়হুদায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টর ট্রলির পেছনে মোটরসাইকেলের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।
গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১১টার দিকে পুরাতন বাস্তপুর মাদরাসার কাছে এ দুর্ঘটনা ঘটে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন—পুরাতন বাস্তপুর গ্রামের সেলিম উদ্দিনের ছেলে সুইট (২৫) এবং একই গ্রামের আমিনুল ইসলামের ছেলে নাহিদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুইট ও নাহিদ মোটরসাইকেলযোগে দ্রুতগতিতে পার্শ্ববর্তী রঘুনাথপুর গ্রাম থেকে নিজ গ্রাম পুরাতন বাস্তপুরে ফিরছিলেন। গ্রামে ঢোকার মুখে মাদরাসার কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক্টর ট্রলির পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।