কালকিনি পৌরসভার নির্বাচন স্থগিত

মাদারীপুরের কালকিনি পৌরসভার নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। পরবর্তীতে নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচনী সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ১৪ ফেব্রুয়ারি কালকিনি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছিল জেলা ও উপজেলা নির্বাচন অফিস ও প্রশাসন।
মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘আজ সন্ধ্যায় নির্বাচন কমিশন থেকে এই নির্বাচন স্থগিত রাখার আদেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া এই নির্বাচন স্থগিত থাকবে।’
পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ৪০০। নারী ভোটার ১৬ হাজার ৭০০ ও পুরুষ ১৭ হাজার ৩০০ জন। চতুর্থ ধাপে কালকিনি পৌরসভার এই নির্বাচন ইভিএমের মাধ্যমে হওয়ার কথা ছিল।
উল্লেখ্য, কয়েকদিন আগে এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি মশিউর রহমান সবুজকে পুলিশের গাড়িতে তুলে নেওয়ার অভিযোগ উঠেছিল।