কালাই পৌরসভার উপনির্বাচনে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

জয়পুরহাটের কালাই পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে অনিয়মের অভিযোগ এনে বিএনপি মনোনীত প্রার্থী আনিছুর রহমান তালুকদার নির্বাচন বর্জন করে পুনর্নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, ফিঙ্গার প্রিন্ট নেওয়ার পর ভোটারদের কেন্দ্র থেকে জোর করে বের করে দেওয়া হয়। সেইসঙ্গে ভয় দেখিয়ে তাঁর এজেন্টদেরও কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।
আজ শনিবার দুপুর ১২টার দিকে বিএনপি প্রার্থী আনিছুর রহমান তালুকদার কালাই সিনেমা হল সংলগ্ন দলীয় অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের এ উপনির্বাচন বর্জনের ঘোষণা দেন।
জয়পুরহাটে এই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে পৌরসভার উপনির্বাচন অনুষ্ঠিত হলো। আজ সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। নয়টি কেন্দ্রে এ ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত।
এ উপনির্বাচনে মেয়র পদে ‘নৌকা’ প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল, ‘ধানের শীষ’ নিয়ে বিএনপির প্রার্থী আনিছুর রহমান তালুকদার ও স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ রাহুল ‘নারিকেল গাছ’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এ পৌরসভায় মোট ১৩ হাজার ৫২১ জন ভোটারের মধ্যে নারী ভোটার রয়েছে সাত হাজার ৭২ জন।