আব্দুল মঈন খানের বাসায় কূটনৈতিকদের নৈশভোজ

কূটনৈতিকদের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.আব্দুল মঈন খান। ছবি : এনটিভি
জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার-এর বিদায় উপলক্ষে কূটনৈতিকদের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
গতকাল বুধবার (১৪ মে) সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে গুলশানে মঈন খানের বাসায় এ নৈশভোজের আয়োজন করা হয়।
নৈশভোজে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং দক্ষিণ কুরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিকসহ ১২ টি ইউরোপীয় ইউনিয়ন দেশের রাষ্ট্রদূতগণ।
নৈশভোজে দেশের সমসাময়িক ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।