কুমিল্লায় খামারিদের দুধ-ডিম-মাংস ন্যায্যমূল্যে বিক্রি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/04/08/cumillah-2.jpg)
করোনা পরিস্থিতি ও লকডাউনে খামারিদের উৎপাদিত দুধ, ডিম ও মাংস সরবরাহ সচল রাখতে কুমিল্লায় শুরু হয়েছে ন্যায্যমূল্যে বিক্রয় কার্যক্রম। আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর প্রাণিসম্পদ অধিদপ্তর অফিস প্রাঙ্গণে এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম।
এ কার্যক্রমে অধীনে ১৫টি ভ্রাম্যমাণ দলের মাধ্যমে পাঁচ হাজার লিটার গরুর দুধ, ১৫ হাজার ডিম জেলা শহরে বিক্রি করা হচ্ছে।
এসব পণ্য পিকআপভ্যান, সিএনজি অটোরিকশা, কুলভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশায় করে বিক্রি করা হচ্ছে। প্রতিদিন একটি পরীক্ষাকরণ কমিটির মাধ্যমে বিক্রয়কৃত দুধ, ডিম ও মাংসের গুণগত মান পরীক্ষা করার পর জনগণের হাতে পৌঁছানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ কার্যক্রমের মাধ্যমে ক্রেতারা গুণগত মানসম্পন্ন দুধ, ডিম ও মাংস ন্যায্যমূল্যে কিনতে পাররে। পাশাপাশি খামারিরাও তাদের উৎপাদিত পণ্য সহজে বিক্রি করতে পারবে। বিক্রয়কৃত পণ্য সরবরাহে সব খরচ প্রাণিসম্পদ অধিদপ্তর বহন করবে।