কুমিল্লায় নির্বাচনী সহিংসতায় আহত যুবকের মৃত্যু

কুমিল্লার নাঙ্গলকোটে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় শাকিল হোসেন (২১) নামে এক বেকারি শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাপাতালে গতকাল বৃহস্পতিবার রাতে মারা গেছেন।
জানা গেছে, নিহত শাকিল নাঙ্গলকোট উপজেলার পেড়িয়া ইউনিয়নের আশারকোটা গ্রামের দিনমজুর আবুল খায়েরের ছেলে। পঞ্চম ধাপের নির্বাচনে নাঙ্গলকোটের পেড়িয়া ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক চেয়ারম্যান এম এ হামিদ। গত বুধবার রাত সাড়ে ৮টায় তিনি মাধবপুর গ্রামের কামালের গরুর খামারের সামনে পথসভা করেন। এ সময় মাধবপুর গ্রামের ইউনিয়ন পরিষদ মেম্বার বাবুল গাজীর নেতৃত্বে ১৫-২০ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে অতর্কিতভাবে পথসভায় হামলা করে। এ সময় পথচারী শাকিলসহ পথ সভায় অংশ নেওয়া আরও ছয়-সাতজন আহত হয়। নাঙ্গলকোট থানা এলাকার আশারকোটা গ্রামের আবুল খায়েরের ছেলে শাকিল একই উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নে পানকরা গ্রামের তার খালা রিনা বেগমের লাশ দাফন করে নিজ গ্রাম আশারকোটায় যাওয়ার পথে সন্ত্রাসীদের হামলার শিকার হন। শাকিল ঢাকর একটি বেকারিতে কাজ করতেন। খালার মৃত্যুর সংবাদে বাড়িতে এসে খালার জানাজা শেষে নিজ বাড়িতে ফেরার পথে হামলার শিকার হয়।
সন্ত্রাসীরা শাকিলের মাথায়, গায়ে কুপিয়ে এবং এলোপাতাড়ি পিঠিয়ে রক্তাক্ত জখম করে পাশের খালে ফেলে দেয়। খবর পয়ে শাকিলের চাচা গোলাপ হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে খাল থেকে তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে গতকাল সকালে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে দুপুরে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল রাত ১১টায় তার মৃত্যু হয়।
স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী এম এ হামিদ বলেন, মাধবপুর গ্রামে আমার পথসভায় ইউপি সদস্য বাবুল গাজীর নেতৃত্বে একটি সন্ত্রাসী গ্রুপ পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। এ সময় হামলায় ছয়-সাতজন আহত হয়। আহতদের মধ্যে শাকিলের মৃত্যু হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, এ ব্যাপারে এখনো মামলা হয়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। মামলা হলে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।