কুষ্টিয়ায় করোনা-উপসর্গে চারজনের মৃত্যু, নতুন শনাক্ত ৪২

কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়েছে। কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
মৃত চারজনের মধ্যে তিনজনের করোনা পজিটিভ এবং একজনের করোনার উপসর্গ ছিল।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. আশরাফুল আলম জানান, বর্তমানে হাসপাতালে ৫০ জন করোনায় আক্রান্ত রোগী এবং ২০ জন উপসর্গ নিয়েসহ মোট ৭০ জন ভর্তি রয়েছে।
এদিকে, পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন অফিসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৭৩ জনের নমুনা পরীক্ষা করে ৪২ জনের দেহে নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ৩৮ শতাংশ।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্যে দেখা যায়, করোনা সংক্রমণের শুরু থেকে আজ পর্যন্ত কুষ্টিয়া জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৭ হাজার ৮৭৮ জনের। মোট মারা গেছে ৭৩৯ জন এবং সুস্থ হয়েছে ১৬ হাজার ৪৮২ জন।