রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ দুজনের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী কাজীপাড়া এলাকায় মঞ্জু ডাইং ও টেক্সটাইল কারখানায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ দুজন মারা গেছেন।
আজ সোমবার (৫ মে) সকাল সাড়ে ৯টায় কবির হোসেন এবং গতকাল রোববার ভোররাত ৩টার দিকে মো. আব্দুল হান্নান জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহতরা হলেন মঞ্জু ডাইং ও টেক্সটাইল কারখানার গার্ড কবির হোসেন ও সিকিউরিটি ইনচার্জ মো. আব্দুল হান্নান।
কারখানার মালিক মঞ্জুরুল হক ভঁইয়া বলেন, দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়ার জন্য ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে সিকিউরিটি ইনচার্জ হান্নান এবং সোমবার সকালে গার্ড কবির হোসেন মারা গেছেন। নিহতের স্বজনরা এসে মরদেহ দাফনের জন্য তাদের বাড়িতে নিয়ে গেছেন।
উল্লেখ, গত বৃহস্পতিবার (১ মে) সকালে এই দুর্ঘটনাটি ঘটে। পরে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হলে সেখানে চিকিৎসার অবস্থায় দগ্ধ ২ শ্রমিকের মৃত্যু হয়।