কুড়িগ্রামের সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বাঁশজানি সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করায় জহুরুল ইসলাম (৫০) নামের এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ সোমবার ভোরে বিএসএফের দীঘলটারী বিওপির টহল দল জহুরুলকে আটক করে নিয়ে যায় বলে জানায় এলাকাবাসী।
আটক হওয়া জহুরুল দক্ষিণ বাঁশজানি গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
জহুরুল ইসলামসহ কয়েকজন কাঁটাতারের বেড়া না থাকায় আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৫-এর পাশের এলাকা দিয়ে ভোরে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এরপর সেখান থেকে গরুসহ বাংলাদেশে ফেরার সময় ভারতের কুচবিহার জেলার দিনহাটা বিএসএফের দীঘলটারী বিওপির টহল দল তাদের ধাওয়া করে। এ সময় তারা জহুরুল ইসলামকে আটক করলেও অন্যরা পালিয়ে আসে।
এ প্রসঙ্গে কুড়িগ্রামের ২২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জামাল উদ্দিন জানান, অবৈধভাবে ভারতে প্রবেশ করায় একজনকে আটক করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুরো ঘটনা জানার জন্য বিএসএফের কাছে কোম্পানি কমান্ডার পর্যায়ে চিঠি দেওয়ার প্রক্রিয়া চলছে।