কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬ জনের মনোনয়ন দাখিল
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2020/12/01/01-12-2020-18-21-36-kurigram-powro-election-nomination-submit-photo-01.12.jpg)
কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিনে আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের একজন করে প্রার্থী দলীয় ও তিনজন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে তাঁদের মনোনয়ন দাখিল করেছেন।
প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মো. কাজিউল ইসলাম, বিএনপির মো. শফিকুল ইসলাম (বেবু), ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মো. আব্দুল মজিদ, স্বতন্ত্র প্রার্থী মো. মোস্তাফিজার রহমান, মো. আবু বকর সিদ্দিক ও মো. সাইদুল হাসান দুলাল।
এ ছাড়া কাউন্সিলর পদে ৫১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
আজ মঙ্গলবার সকাল ৯টার থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এসব মনোনয়নপত্র দাখিল করা হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থেকে একজন করে প্রার্থী দলীয় এবং স্বতন্ত্র পদে তিনজন মনোনয়ন দাখিল করেছেন। এ ছাড়া কমিশনার পদে ৫১টি ও সংরক্ষিত নারী পদে ১৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।’