কুয়েট শিক্ষকের মৃত্যু : ৫ সদস্যের নতুন তদন্ত কমিটি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/12/04/khulna.jpg)
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নতুন তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ৭৬তম জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, অপরাধীদের শনাক্তকরণসহ সংশ্লিষ্ট আনুষঙ্গিক বিষয় পর্যালোচনা করে সুপারিশসহ প্রতিবেদন দিতে কুয়েট শিক্ষক এবং অন্যান্য কর্মকর্তাদের সমন্বয়ে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী তদন্ত কমিটির সভাপতি প্রফেসর ড. মহিউদ্দিন আহমাদ, সদস্য প্রফেসর ড. খন্দকার মাহবুব হাসান, সদস্য সচিব প্রফেসর ড. মো. আলহাজ উদ্দীন, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের মনোনীত একজন প্রতিনিধি (ন্যূনতম সহকারী কমিশনার পদমর্যাদা সম্পন্ন) এবং খুলনা জেলা প্রশাসকের মনোনীত একজন প্রতিনিধি (ন্যূনতম নির্বাহী ম্যাজিষ্ট্রেট পদমর্যাদা সম্পন্ন)। কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে সুষ্ঠু তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন কুয়েটের উপাচার্যের কাছে জমা দিতে অনুরোধ করা হয়েছে।
এ ছাড়া কুয়েট শিক্ষকের মৃত্যু সংক্রান্ত বিষয়ে আগে গঠিত তদন্ত কমিটি বাতিল করা হয়েছে।
এ ছাড়া জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সুষ্ঠু তদন্তের জন্য এবং বিশ্ববিদ্যালয়ের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কায় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিষ্ট্রার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূঞা এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন।