সাদা পাথর : সিলেট সার্কিট হাউসে তদন্ত কমিটির গণশুনানি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র ও রেলওয়ে বাংকার এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনের ঘটনায় গণশুনানি হয়েছে।
আজ বুধবার (২৭ আগস্ট) সার্কিট হাউসে এ গণশুনানি আয়োজন করে মন্ত্রিপরিষদ বিভাগ গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি।
গণশুনানিতে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও মন্ত্রিপরিষদ সচিব জাহেদা পারভীন।
শুনানিতে বিভাগীয় কমিশনার, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসন, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি ও পরিবেশবাদী সংগঠন, ট্রাক পরিবহণ মালিক সমিতি, পাথর ব্যবসায়ী সমিতিসহ সাংবাদিক নেতারা অংশ নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন।
মন্ত্রিপরিষদ সচিব জাহেদা পারভীন বলেন, নজিরবিহীন পাথর লুটপাটে পরিবেশ ও প্রাকৃতিক নান্দনিকতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
অবৈধভাবে পাথর উত্তোলনের ঘটনায় বিভিন্ন সরকারি কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা নিরূপণ এবং উল্লিখিত ঘটনার পুনরাবৃত্তি রোধে সুপারিশ প্রণয়নপূর্বক ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে এই কমিটি।
পাথর লুটে প্রশাসন, পুলিশ, বিজিবি, রাজনীতিক সবার নাম আসার পরিপ্রেক্ষিতে গত ২০ আগস্ট এই তদন্ত কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ।
গতকাল মঙ্গলবার তদন্ত কমিটি সরেজমিন ভোলাগঞ্জ সাদা পাথর এলাকা পরিদর্শন করে।