কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল স্বেচ্ছাসেবক লীগ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/04/23/al-001.jpg)
বৈশ্বিক মহামারি করোনার দ্বিতীয় ঢেউ চলাকালীন সরকারঘোষিত লকডাউনের অসহায় কৃষকের পাশে দাঁড়াল বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। গত বছরের মতো এ বছরও প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে আজ শুক্রবার মুন্সীগঞ্জে শ্রীনগরের কৃষক আবুল বেপারীর ছয় বিঘা জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতারা।
ধানকাটা কার্যক্রমে অংশ নেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, সহসভাপতি কাজী শহীদুল্লাহ্ লিটন, কাজী মোয়াজ্জেম হোসেন, বাণিজ্য বিষয়ক সম্পাদক আনোয়ারুল আযিম, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সালমা হাই টুনী, উপধর্ম বিষয়ক সম্পাদক শ্যামল গোস্বামী, কেন্দ্রীয় সদস্য নজরুল ইসলাম, একেএম আজগর আলী, আবু জাফর, ফয়সাল আহমেদ, জাহাঙ্গীর হোসেন বাবর, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আল মাহমুদ বাবু, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু, শ্রীনগর থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জহিরুল হক নিশাদ শিকদার প্রমুখ।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ বলেন, ‘আমরা কেন্দ্রীয় নেতারা গত বছরও প্রান্তিক ও অসহায় কৃষককে ধানকাটার কাজে সহযোগিতা করেছিলাম। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে করোনার দ্বিতীয় ঢেউয়েও অসহায় কৃষককে ধানকেটে ঘরে তোলার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করছি।’
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/04/23/al002.jpg)
নির্মল রঞ্জন গুহ আরও বলেন, ‘আমরা বিগত দিনের মতো ধানকাটা কার্যক্রমে অংশগ্রহণ করেছি, যাতে এই করোনাকালীন পরিস্থিতিতে সারা দেশে আমাদের সংগঠনের নেতাকর্মীরা এসব কার্যক্রমে অংশ নিয়ে অসহায় কৃষক ও সাধারণ মানুষের পাশে দাঁড়ায়।’
স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, ‘আমরা করোনাকালীন সংকটে জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে ৪৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ফ্রি টেলি হেলথ সার্ভিস, অ্যাম্বুলেন্স সার্ভিস, অক্সিজেন সিলিন্ডার সার্ভিস, মাস্ক এবং প্রয়োজনীয় ত্রাণ বিতরণসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।’
পরে নেতারা অসহায় ও দুস্থ কৃষকের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।