ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়, ঢাবিতে বিজয় উল্লাস

কাতার ফুটবল বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে জয়ী হয়েছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার এ জয়ের পরপরই মেসি ভক্তদের বিজয় উল্লাসে মুখরিত হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকা।
গতকাল (মঙ্গলবার) দিবাগত রাত তিনটার দিকে ঢাবির টিএসসিতে এই জয় উদযাপন করা হয়। এসময় কয়েকশ’ আর্জেন্টিনা সমর্থকদের প্রিয় দলের জার্সি গায়ে নাচ-গান করে, বাঁশি বাজিয়ে, আতশবাজি ফুটিয়ে, 'মেসি-মেসি' ও 'আর্জেন্টিনা-আর্জেন্টিনা' স্লোগান দিয়ে মিছিল ও মোটরসাইকেল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করতে দেখা যায়।
এছাড়া অনেকেই আর্জেন্টিনার পতাকা ও ফুটবল তারকাদের ছবি সম্বলিত বিভিন্ন ধরনের বডি পেইন্টিং ও এরাবিয়ান জোব্বা পরাসহ নানা ব্যতিক্রমী পোশাক-পরিচ্ছদ ও সাজগোজ করে খেলা উপভোগ করেন এবং উল্লাস করে নিজ দলের বিজয় উদযাপন করেন।
সমর্থকরা আর্জেন্টিনার খেলোয়াড়দের খেলায় মুগ্ধ হয়ে তাদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। গিয়াসউদ্দিন আবির নামে এক সমর্থক বলেন, 'আজকের খেলাটা সত্যিই অসাধারণ ছিল। আমরা কল্পনাও করিনি এত ভাল খেলবে আর্জেন্টিনা। গত বিশ্বকাপে যখন আর্জেন্টিনা জার্মানির সাথে হেরে যায় তখন হতাশ হয়ে গিয়েছিলাম। কিন্তু ২০২২ সালে এসে এরকম ভাল খেলে আমাদেরকে আশান্বিত করেছে। আশা করি, মরক্কো বা ফ্রান্স যেই আসুক, তাদের হারিয়ে আর্জেন্টিনাই বিশ্বকাপ জিতবে।'
অনন্যা আক্তার নামে একজন বলেন, 'আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনাকে সমর্থন করি। আর্জেন্টিনার খেলায় আমি মুগ্ধ। বিশেষ করে, মেসির খেলার নৈপুণ্যতায় আমি আসক্ত হয়ে যাই। এবারের বিশ্বকাপে সৌদি আরবের সাথে প্রথম ম্যাচে হতাশ হলেও এর পরবর্তী ম্যাচগুলোতে আমাদের আর হতাশ হতে হয়নি। আর্জেন্টিনার জন্য অনেক বেশি শুভকামনা।'
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন ভেন্যুতে নগদের অর্থায়নে এবারের কাতার বিশ্বকাপের খেলা বড় পর্দায় দেখানো হচ্ছে। কিন্তু গত ৯ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত হওয়া খেলাগুলো অনিবার্য কারণবশত দেখানো বন্ধ রাখা হয়। এরপর সেমিফাইনালের ম্যাচ দেখানোর জন্য বড় পর্দা প্রস্তুত করা হলেও আজ শহীদ বুদ্ধিজীবী দিবস হওয়ার কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞায় তা আবারও বন্ধ রাখা হয়। এজন্য বড়পর্দায় খেলা দেখতে এসে অনেকেই ফিরে যান। আবার অনেকেই ভিন্ন উপায়ে খেলা দেখে ক্যাম্পাসে আর্জেন্টিনার জয় উদযাপন করেন।