খাগড়াছড়িতে ছেলের হাতে বাবা খুন

খাগড়াছড়ি জেলার দীঘিনালায় বাবাকে কুপিয়ে হত্যা করেছে নেশাগ্রস্ত ছেলে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার বেলা সোয়া ৩টার দিকে উপজেলার জামতলি বাঙ্গালিপাড়া এলাকায়।
ছেলের হাতে নিহত বাবার নাম মনোয়ার হোসেন মিন্টু (৫১)। হত্যাকারী মাদকাসক্ত সন্তান মো. জনি মিয়া (২২) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
প্রতিবেশীরা জানায়, জনি মিয়া মাদকাসক্ত। ঘটনার সময়ও তিনি নেশাগ্রস্ত ছিলেন। নেশার বিষয় নিয়ে বাবা তাকে গালাগালি করায় ক্ষিপ্ত হয়ে দা দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যান জনি। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে দীঘিনালা থানার পুলিশ। দীঘিনালা থানার এসআই শেখ মিল্টন খন্দকার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। মামলার প্রস্তুতি চলছে।