খাগড়াছড়িতে বাসচাপায় শ্রমিক নিহতের ঘটনায় কাউন্টার ও বাস ভাঙচুর

খাগড়াছড়িতে বাসের চাপায় এক শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় বিক্ষুদ্ধ লোকজন সংঘবদ্ধ হয়ে শান্তি পরিবহণের কাউন্টারসহ বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে বলে জানা গেছে।
আজ বুধবার সকালে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে গাড়ির সাইট দেওয়াকে কেন্দ্র করে শান্তি পরিবহণের একটি যাত্রীবাহী বাস ও চাঁদের গাড়ির চালকের মধ্যে বাকবিতণ্ডা ঘটে। এক পর্যায়ে বাসটি চলে যাওয়ারকালে বাসের চাপায় চাঁদের গাড়ির শ্রমিক আইয়ুব আলী (২৪) ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনার পর চাঁদের গাড়ির পক্ষের বিক্ষুদ্ধ শ্রমিকরা হামলা ও ভাঙচুর চালায়। এতে শহরে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের মধ্যস্ততায় পরিস্থিত শান্ত হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘাতক বাসটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন।
এদিকে, ঘটনার পর জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস ও পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ পরিবহণ নেতাদের সঙ্গে বৈঠকে বসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখান আহ্বান জানান।