খাগড়াছড়িতে ব্যক্তি উদ্যোগে বৃহৎ মৎস্য খামারের যাত্রা শুরু

খাগড়াছড়ির রামগড়ের বলিপাড়া এলাকায় ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা উপজেলার সর্ববৃহৎ মাছের খামারের যাত্রা শুরু হয়েছে। আজ সোমবার সকালে বিভিন্ন প্রজাতির প্রায় ৯০০ কেজি মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
খামারটি উদ্বোধন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাশ ও উদ্যোক্তা রামগড় উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের। অনুষ্ঠানে চারটি পুকুরে রুই, কাতল, মৃগেল, কালিঘইন্যাসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

উদ্যোক্তা আব্দুল কাদের জানান, এখানে তাঁর পৈতৃক প্রায় ৩০ কানি জমি রয়েছে। বালুকাময় এ জমিতে ভালো ফসল না হওয়ায় দীর্ঘদিন অনেকটা অনাবাদি পড়ে ছিল। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে নিজের আয় বাড়ানোর পাশাপাশি এলাকার বেকারদের কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয়ভাবে মাছের চাহিদা পূরণের জন্য এ মাছের খামার গড়ে তোলার উদ্যোগ নেন তিনি।
উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাশ এ উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘এখানে যেকোনো মিঠাপানির মাছ চাষ করা যাবে। বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করলে এখানে বছরে প্রায় ২০ মেট্রিক টন মাছ উৎপাদন করা সম্ভব।’