‘খাবার দিতে দেরি হওয়ায়’ হোটেলে ভাঙচুর-লুট, ১১ জনের বিরুদ্ধে মামলা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/02/10/mymen-hotel.jpg)
ময়মনসিংহের ইশ্বরগঞ্জ উপজেলায় খাবার দিতে দেরি হওয়ায় হোটেলে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে দুই স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ইশ্বরগঞ্জ থানায় গতকাল বুধবার দিবাগত রাতে মামলাটি করা হয়। ইশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন—ইশ্বরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহ্বায়ক মো. আব্দুল গণি (৪২), জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য মো. শরীফুজ্জামান আকন্দ রানা (৪৫), মো. রানা (২৫), মো. বাবু মিয়া, মো. ইমন (২২), মো. জোবায়ের (২৩), মো. মুরাদ মিয়া (২৬), মো. শামীম (২৮), মো. জহিরুল ইসলাম (২২), মো. নাজমুল (২২) ও মো. রায়হান (২১)।
অভিযোগ উঠেছে, ইশ্বরগঞ্জ উপজেলায় গত সোমবার আসামিরা স্থানীয় সিদ্দিকের হোটেলে খাবার খেতে যান। খাবার দিতে দেরি হওয়ায় কথা কাটাকাটি ও হামলার ঘটনা ঘটে। পরদিন মঙ্গলবার সন্ধ্যায় আসামিরা দা, লাঠি, হকিস্টিক ও লোহার রড নিয়ে সিদ্দিক মিয়ার হোটেলে হামলা চালান। এ সময় হোটেলের আসবাবপত্র ভাঙচুর করা হয়। এ ছাড়া ক্যাশ বাক্স ভেঙে ৭০ হাজার টাকা লুট করার অভিযোগও ওঠে। ওই সময় হোটেল মালিক ও তাঁর ছেলেকে মারধর করা হয়। বাধা দিতে গেলে তিন কর্মচারীকেও বেধড়ক মারধর করা হয়।