খুলনার আলোচিত শেখ বাড়ি বুলডোজার দিয়ে ভাঙচুর
খুলনার ময়লাপোতার শেরে বাংলা রোডস্থ আলোচিত শেখ বাড়িতে দ্বিতীয় দফায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে ছাত্র-জনতা। বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শেখ হাসিনার ভাষণের খবর প্রচারের পর পরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেখ বাড়ি লং মার্চ কমর্সূচি ঘোষণা করে।
রাত সাড়ে ৮টার পর পরই নগরীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে ছাত্র-জনতা শেরেবাংলা রোডের বাড়িটি ঘিরে ফেলে। রাত সাড়ে ৯টার দিকে একটি বুলডোজার দিয়ে বাড়িটির গেট ভাঙার চেষ্টা করে জনতা। পরে আরেকটি বড় বুলডোজার আনা হয়। এছাড়া, অনেকে রড-হাতুড়ি দিয়ে বাড়ির প্রাচীর ভাঙার চেষ্টা করেন। রাত ৯টার দিকে বাড়ির ছাদে কিছু সময় আগুন জ্বলতে দেখা যায়। বাড়ির আশেপাশে কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে দেখা যায়নি।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2025/02/05/khulnaa.jpg)
এ ব্যাপারে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. আহসান হাবিব গণমাধ্যমকে বলেন, ‘ভাঙচুরের ঘটনাটি ফেসবুকে আমি দেখেছি। আর কিছু বলতে পারছি না।’
বাড়িটি বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সালাহউদ্দীন জুয়েল ও তাদের ছোট ভাই শেখ সোহেলের পৈতৃক বাড়ি। তবে গত ৫ আগস্ট প্রথম দফায় এই বাড়িতে আগুন দিয়ে লণ্ডভণ্ড করে দিয়েছিল।