খালেদা জিয়ার জামিন খারিজের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিনের আবেদন খারিজ করে দেওয়ার প্রতিবাদে খুলনা মহানগর ও জেলা বিএনপি তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করার চেষ্টা করে। কিন্তু পুলিশের বাধার কারণে মিছিলটি পণ্ড হয়ে যায়। পরে নেতাকর্মীরা কিছুক্ষণের জন্য দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে।
খালেদা জিয়ার জামিনের শুনানিকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকাল থেকেই পুলিশ বিএনপি কার্যালয় এলাকায় নিরাপত্তা জোরদার করে। জামিনের আবেদন খারিজ হওয়ার খবর প্রচারিত হওয়ার পর বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি থানা মোড়ে আসার সঙ্গে সঙ্গে খুলনা জোনের সহকারী পুলিশ কমিশনার কামরুজ্জামান গতিরোধ করেন। সেখানেই কিছক্ষণ স্লোগান দিয়ে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করে। এ সময় নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির জন্য স্লোগান দিতে থাকেন।
এ সময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনাসহ নেতারা উপস্থিত ছিলেন।