শাহবাগে ছাত্রদলের অবস্থানে যান চলাচল বন্ধ, তীব্র যানজটে ভোগান্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলনেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছেন সংগঠনটির নেতা-কর্মীরা। প্রায় ছয় ঘণ্টা ধরে রাজধানীর শাহবাগ মোড় থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত সংগঠনটির নেতা-কর্মীরা সড়কে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছেন। এ কারণে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ থাকায় আশপাশের সড়কগুলোতে তৈরি হয়েছে তীব্র যানজট।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে আজ বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টার দিকে নেতা-কর্মীরা প্রথমে শাহবাগ মোড়ে অবস্থান নেন। পরে ছাত্রদলের নেতা-কর্মীরা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের দিকে এসেও অবস্থান নেয়।
বেলা সাড়ে ৪টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত টানা ৬ ঘণ্টার বেশি সময় ছাত্রদলের নেতা-কর্মীরা সড়কে অবস্থান করায় শাহবাগ মোড়-সংলগ্ন সড়কগুলোয় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তি পোহাচ্ছেন লোকজন।
শাহবাগ মোড়ে অবস্থানরত ছাত্রদলের নেতা-কর্মীরা জানান, আজ বিকেল ৫টা পর্যন্ত তাঁদের এই অবস্থান কর্মসূচি চলবে। কর্মসূচিতে অংশ নিতে বিভিন্ন শাখার নেতা-কর্মীরা অংশ নিয়েছেন।
এ বিষয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ‘ইতোমধ্যে শাহরিয়ার আলম সাম্যর খুনিদের কয়েকজনকে গ্রেপ্তার দেখানো হলেও প্রকৃত আসামিদের গ্রেপ্তার করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর কোনোভাবে এই হত্যার দায় এড়াতে পারেন না। তাই তাঁদের পদত্যাগ দাবি করছি।’
গতকাল এক বিবৃতিতে ছাত্রদলের পক্ষ থেকে আজকের এই অবস্থান কর্মসূচির ঘোষণা করা হয়। বিবৃতিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদ, হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতকসহ সব আসামিকে গ্রেপ্তার, সুষ্ঠু বিচারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত শাহবাগ মোড় ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান করবেন সংগঠনের নেতা-কর্মীরা।