খালেদা জিয়ার মুক্তির আন্দোলন জোরদারের আহ্বান ড. মঈন খানের

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. মাঈন খান বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী ছিলেন, আছেন এবং থাকবেন। মিথ্যা মামলায় তাঁকে এক বছর নয় মাস ধরে কারাবন্দি করে রাখা হয়েছে। তারপরও তিনি নতি স্বীকার করেননি। তিনি শারীরিকভাবে অসুস্থ। তাই বিএনপি নেতাকর্মীদের এখন দায়িত্ব হচ্ছে বেগম খালেদা জিয়ার কারামুক্তির জন্য আন্দোলন জোরদার করা।’
আজ শনিবার বিকেলে খুলনা জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. মাঈন খান একথা বলেন।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেডিঘোষ রোড়স্থ বিএনপি কার্যালয়ের সামনের সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এই সমাবেশে সভাপিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।
এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, সাহরুজ্জামান মোর্ত্তজা, সেকেন্দার জাফরউল্লাহ খান সাচ্চু, অধ্যক্ষ তারিকুল ইসলাম প্রমুখ।
ড. মঈন খান বলেন, ‘গুটিকয়েক ব্যক্তির স্বার্থে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হচ্ছে। জনগণ যদি বিএনপিকে সুযোগ দেয় তাহলে ক্ষমতায় এসে বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেওয়া হবে। কারণ সুন্দরবনকে আমাদের আগে রক্ষা করতে হবে।’
এর আগে বিকেল থেকেই নগরীর বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।