খুলনায় অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

খুলনা মহানগরের হরিণটানা এলাকায় অগ্নিদগ্ধ হয়ে এক বৃদ্ধা ভিক্ষুকের মৃত্যু হয়েছে। হরিণটানার শ্মশানঘাট এলাকায় গতকাল রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, দিবাগত রাত ১২টার দিকে ওই বৃদ্ধা ভিক্ষুকের ঝুঁপড়িতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। পরে ঘটনাস্থল থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।
এদিকে, পৃথক ঘটনায় রূপসা স্ট্যান্ডরোডের তেরোগোলা এলাকায় আগুনে কমপক্ষে ১০টি জ্বালানি কাঠের দোকান পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্র জানায়, গতকাল দিবাগত রাত ১টার দিকে একটি স-মিল থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অপরদিকে, আজ সোমবার ভোর ৪টার দিকে দিঘলিয়া উপজেলার জামান জুট মিলে আরো একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।