খুলনায় অনশন করে ১৮ পাটকল শ্রমিক হাসপাতালে

মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবি আদায়ের জন্য খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের আমরণ অনশন চতুর্থ দিনে পড়েছে। রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের আহ্বানে গত ২৯ ডিসেম্বর দুপুর ২টা থেকে খুলনা অঞ্চলের নয়টি পাটকলের শ্রমিকরা এই অনশন করছেন।
এর মধ্যে আমরণ অনশন চলাকালে ১৮ জন শ্রমিক অসুস্থ হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। অপরদিকে অনশনস্থানে অবস্থানরত অনেক বৃদ্ধ শ্রমিককে স্যালাইন পুশ করা হয়েছে। ঘটনাস্থল ঘুরে জানা গেছে, অনশনের কারণে অসুস্থ হওয়ার চেয়ে শীতের তীব্রতার কারণে বৃদ্ধ শ্রমিকরা বেশি অসুস্থ হচ্ছেন।
প্লাটিনাম জুবিলী জুট মিলস সিবিএর সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর জানান, দ্বিতীয় দফায় আমরণ অনশনে বসার পর থেকে কোনো পক্ষ থেকে তাদের দাবি মেনে নিতে কোনো প্রস্তাব আসেনি।
হুমায়ুন কবীর জোর দিয়ে বলেন, এবার মজুরি কমিশন কার্যকর না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না।