খুলনায় ‘আল্লাহর দল’এর পাঁচ সদস্য আটক

খুলনা মহানগরের লবনচোরা এলাকা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’এর পাঁচ সদস্যকে আটক করা হয়েছে বলে দাবি করছে র্যাব। আজ রোববার ভোরের দিকে তাদের আটক করা হয়।
আজ রোববার দুপুরে লবনচোরায় র্যাব ৬-এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ মো. নূরুস সালেহীন।
আটককৃতরা হলেন আল্লাহর দলের যশোর জেলা শাখার নায়েক ইলিয়াস কাঞ্চন রিপন, যুগ্ম জেলা নায়েক মো. মুকুল হোসেন, মো. ইয়াসিন আলী, মো. শুকুর আলী ও সোহানুর রহমান সোহান। তাঁরা সবাই যশোরের বিভিন্ন উপজেলার বাসিন্দা।
র্যাব অধিনায়ক নূরুস সালেহীন আরো জানান, গোপন সূত্রে খবর পেয়ে আজ ভোরের দিকে লবনচোরার একটি বাসভবন ঘিরে রাখে র্যাব। এ সময় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনের পাঁচ সদস্যকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে হ্যান্ড নোট, উগ্রবাদী বিভিন্ন বইসহ সংগঠনের কার্যবিবরণী জব্দ করা হয়।
র্যাব অধিনায়ক দাবি করেন, আটক ব্যক্তিরা স্বীকার করেছেন, তাঁরা জঙ্গি সংগঠন ‘আল্লার দল’-এর সঙ্গে জড়িত। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।