খুলনায় ‘আল্লাহর দলের’ দুই সদস্য আটক

খুলনায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’-এর সক্রিয় দুই সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মহানগরীর ফুলবাড়ী গেট এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
খুলনা র্যাব-৬ এর পক্ষ থেকে পাঠানো ই-মেইল বার্তায় জানানো হয়, আজ দুপুরের দিকে ঝটিকা অভিযান চালিয়ে আল-মামুন (৩৪) এবং মো. রফিকুল ইসলাম (৩৫) নামের দুজনকে আটক করা হয়েছে। তাঁদের বাড়ি যশোর জেলায় বলে জানা যায়।
আটককৃতরা র্যাবের কাছে স্বীকার করেছেন যে, ‘আল্লার দল’ সংগঠনে ইব্রাহিম আহম্মেদ হিরুর কাছে বাইয়্যাত গ্রহণ করে সদস্য পদে যোগদান করেন। এর পর থেকে তাঁরা ব্যবসার পাশাপাশি বিভিন্ন মানুষকে দাওয়াত দিতে থাকেন। তাঁরা সংগঠনের বিভিন্ন কাজের জন্য আর্থিক সহযোগিতাও করতেন।
সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিরা আটক হওয়ায় বর্তমানে যাঁরা সংগঠনের বিভিন্ন পদে আছেন তাঁদের সঙ্গে মোবাইল ফোনে যোগযোগ বা সরাসরি দেখা করেন। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়।
গত কয়েক মাসে এই দলের মোট ১০ জনকে আটক করল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।