খুলনায় কিশোরকে কুপিয়ে হত্যা

খুলনা মহানগরীতে ফায়াদ হোসেন (১৭) নামের এক কিশোরকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নগরীর চানমারী এলাকায় এ ঘটনা ঘটে।
গতকাল রোববার রাতে ফায়াদকে কুপিয়ে আহত করা হয়। আজ সোমবার ভোরের দিকে ঢাকা নেওয়ার পথে মাওয়াঘাটে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ হাসিব নামের একজনকে আটক করেছে।
নিহত কিশোর ফায়াদ হোসেন নগরীর শিপইয়ার্ড রোডস্থ অক্সিজেন মোড় এলাকার শওকত মোল্লার ছেলে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম বাহার বুলবুল জানিয়েছেন, কিশোর ফায়াদ ও তাঁর কয়েকজন বন্ধু গতকাল রাতে নগরীর চানমারী এলাকায় একটি সেলুনে চুল কাটাতে যায়। এ সময় পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ফায়াদ এবং তার বন্ধু শুভকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে।
এলাকাবাসী তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রাতে ফায়াদের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। আজ সোমবার ভোর ৫টায় মাওয়াঘাটে পৌঁছালে তার মৃত্যু হয়।