খুলনায় ঘুমের ওষুধ খাইয়ে ভাগ্নিকে ধর্ষণ, মামা গ্রেপ্তার

খুলনার পাইকগাছা উপজেলায় চাচাতো বোনের বাড়ির সবাইকে কৌশলে ঘুমের ওষুধ খাইয়ে ভাগ্নিকে ধর্ষণ করেছে এক মামা। পুলিশ আসানুর রহমান নামের ওই মামাকে গ্রেপ্তার করেছে। আসানুর রহমান পাইকগাছার রাড়ুলী গ্রামের বাসিন্দা।
গত ৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসানুর রহমান ৪ অক্টোবর তাঁর চাচাতো বোনের বাড়িতে যান। রাত সাড়ে ১০টার দিকে তরল পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ পান করিয়ে বাড়ির পাঁচজনকে অচেতন করেন। পরে অচেতন অবস্থায় বোনের মেজ মেয়েকে ধর্ষণ করেন। ওই রাতে সবাইকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নানাভাবে গোপন রাখা হলেও ঘটনাক্রমে প্রকাশ পায়।
বিষয়টি জানতে পেরে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফী ভুক্তভোগীর বাড়িতে যান। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়ে ধর্ষককে গ্রেপ্তার করেন।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা আজ শুক্রবার বাদী হয়ে পাইকগাছা থানায় মামলা করেন।
ওসি বলেন, ‘বিষয়টি জানার সঙ্গে সঙ্গে পদক্ষেপ গ্রহণ করেছি। ধর্ষককে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছি।’