খুলনায় ট্রাকচাপায় অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত

খুলনার ডুমুরিয়া উপজেলায় ট্রাকচাপায় মো. ইমান আলী মোল্লা (৭০) নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার খর্ণিয়া ইউনিয়নের আঙ্গারদোহা নামক স্থানে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বাড়ি ডুমুরিয়া উপজেলার রুদাঘরা ইউনিয়নের চহেড়া গ্রামে। তিনি ওই ইউনিয়নের মিকশিমিল-রুদাঘরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও পল্লী চিকিৎসক ছিলেন
ডুমুরিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হক বলেন, শিক্ষক ইমান আলী মোটরসাইকেলে ডুমুরিয়ার শোলগাতিয়া বাজারে নিজের ওষুধের দোকানে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটি আঙ্গারদোহা পৌঁছালে বিপরীত দিক থেকে মালবোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় ট্রাকের চালক পালিয়ে যান। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) মর্গে পাঠায়। এ ঘটনায় ডুমুরিয়া থানায় একটি মামলা হয়েছে।