সিংড়ায় পানিতে ডুবে মানসিক প্রতিবন্ধীর মৃত্যু

প্রতীকী ছবি
নাটোরের সিংড়ায় পানিতে ডুবে সেলিম মৃধা (৪২) নামে এক মানসিক প্রতিবন্ধী ও মৃগী রোগীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (২১ মে) দুপুরে উপজেলার শেরকোল ইউনিয়নের হারোবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সেলিম মৃধা একই গ্রামের বাসিন্দা সিরাজ মৃধার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে কৃষিকাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সেলিম। বাড়ির পাশের মাঠে যাওয়ার পথে একটি পুকুরপাড়ে পৌঁছালে হঠাৎ করে মৃগী রোগে আক্রান্ত হন তিনি। এতে ভারসাম্য হারিয়ে পুকুরে পড়ে যান। দুপুর দেড়টার দিকে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত সেলিমকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রফিকুল ইসলাম।