খুলনায় দুজনকে গুলি করে হত্যা, আহত ৯

খুলনা মহানগরীতে দুজনকে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো ৯ জন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মহানগরীর খানজাহান আলী থানার মশিয়ালী এলাকায় এ ঘটনা ঘটে বলে খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি) শাকিল আহমেদ নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- নজরুল ফকির (৫৫) ও রসুল ফকির (৩৫)।
এসি শাকিল আহমেদ এনটিভি অনলাইনকে বলেন, ‘দুপক্ষের বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। গুলিবিদ্ধ হয়ে দুজন ঘটনাস্থলে নিহত হয়েছে। আহত হয়েছে ৯ জন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।’

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুর রব রাতে এনটিভি অনলাইনকে বলেন, ‘আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।’
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে জাফরিন, জাকারিয়া ও মিল্টন- এই তিন ভাইয়ের সঙ্গে স্থানীয় ফকির বংশের সমর্থকদের বিরোধ রয়েছে। এর জের ধরে আজ বিকেলে তুচ্ছ ঘটনা নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।
পরে রাত ৯টার দিকে ফকির বংশের সমর্থকরা লোকজন নিয়ে ওই তিন ভাইয়ের বাসভবনে হামলা চালায়। এ সময় অনবরত গুলি চলতে থাকলে কয়েকজন আহত হয়। আহত অবস্থায় নজরুল ফকির ও রসুল ফকিরকে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।