খুলনায় নিষিদ্ধঘোষিত আল্লার দলের আট সদস্য আটক

খুলনায় নিষিদ্ধঘোষিত সংগঠন ‘আল্লার দল’-এর আটককৃত আট সদস্য। ছবি : এনটিভি
খুলনায় নিষিদ্ধঘোষিত সংগঠন ‘আল্লার দল’-এর আট সদস্যকে আটক করেছে র্যাব। গতকাল শুক্রবার রাতে নগরীর সদর থানার লবণ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন হাফিজুর রহমান, মো. জিল্লুর রহমান, মো. আলমগীর হোসেন মুন্সী, মো. কাইয়ুম হোসেন, রাজিবুল আলম, মো. সুমন বেপারী, মো. মুস্তাকিন হোসেন ও মো. জাহাঙ্গীর।
আজ শনিবার সকালে র্যাব-৬ খুলনার লবনচরার সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ফিরোজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে নগরীর সদর থানার লবণ এলাকায় অভিযান চালানো হয়। সেখানকার সালাউদ্দিন ইউসুফ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি আয়রন ওয়ার্কসপ থেকে গোপন বৈঠককালে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৩টি মোবাইল ফোন সেট, নগদ প্রায় ১৯ হাজার টাকা, উগ্রপন্থি নথিপত্র জব্দ করা হয়।