খুলনায় পাটকল রক্ষার কর্মসূচিতে বাধা, পাল্টাপাল্টি ধাওয়া

খুলনায় পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের অবরোধ কর্মসূচিতে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও লাঠিপেটায় ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট কুদরতে খোদা ও সদস্য সচিব জনার্দন দত্ত নান্টুসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ।
রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর দাবিতে খুলনা পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ আজ সোমবার সকালে ইস্টার্ন গেট এলাকায় বিক্ষোভ মিছিল এবং পরে যশোর-খুলনা সড়ক অবরোধ করে। অবরোধ শুরুর প্রায় আধাঘণ্টা পর পুলিশ বাধা দেয়। প্রথমে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের তর্কাতর্কি হয়, পরে ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ লাঠিপেটা করলে অবরোধকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে। ফলে সেখানে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে নারী শ্রমিকসহ আন্দোলনকারীদের ১০ জন ও তিন পুলিশ সদস্য আহত হয়।