খুলনায় বুধবার থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

করোনাভাইরাস ছড়ানোর আশঙ্কায় খুলনা থেকে ঢাকাসহ সব দূরপাল্লার রুটে আগামী বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন ও বাস মালিক-শ্রমিক সমিতির যৌথ সিদ্ধান্তে আগামী বুধবার থেকে ঢাকাসহ দূরপাল্লার সব বাস বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। তবে খুলনার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল করবে।
খুলনা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নুরুল ইসলাম বেবী জানান, করোনাভাইরাসের কারণে খুলনা থেকে ঢাকা, বরিশাল, রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রামসহ দূরপাল্লার সব রুটে বাস চলাচল বুধবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।’
খুলনার বড়বাজারসহ থেকে শুরু করে সব বিপনী বিতান, মার্কেট আজ থেকে বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে খুলনা চেম্বার অব কমার্স।
আজ সোমবার দুপুরে ব্যবসায়ীদের সঙ্গে সভা শেষে একথা জানিয়েছেন খুলনা চেম্বার সভাপতি কাজী আমিনুল হক।