খুলনায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

আটক যুবক ইমদাদুল মল্লিক। ছবি : সংগৃহীত
খুলনার রূপসা উপজেলার একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শ্রীফলতলা ইউনিয়নের ইমদাদুল মল্লিক (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, ‘গত বুধবার রাতে এলাকার বক্কার হুজুরের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ছাত্রীটিকে অপরহণ করে ইমদাদুল মল্লিক পার্শ্ববর্তী স্থানে নিয়ে ধর্ষণ করে। গতকাল বৃহস্পতিবার নির্যাতিত কিশোরীর বাবা পালের হাট পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দেন। এতে বলা হয়, ইমদাদুল মল্লিক ছাত্রীটিকে স্কুলে যাওয়ার পথে নিয়মিত উত্ত্যক্ত করত।’
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পালের হাট পুলিশ ফাঁড়ির সদস্যরা আসামি ইমদাদুল মল্লিককে আটক করে। কিশোরীটি পুলিশ হেফাজতে রয়েছে। তাকে ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবে পুলিশ।