খুলনায় ১২ পাউন্ড ‘সাপের বিষ’সহ তিনজন আটক

খুলনায় জব্দকৃত ছয়টি জারে ১২ পাউন্ড ‘সাপের বিষ’। ছবি : এনটিভি
খুলনায় ছয় জার ‘সাপের বিষ’ উদ্ধারসহ তিন পাচারকারীকে আটক করেছে র্যাব -৬ -এর সদস্যরা। আজ বৃহস্পতিবার সকালে নগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে তাদের বিষসহ আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন বাচ্চু সরদার, লুৎফর রহমান ও সৌমিত্র বিশ্বাস।
র্যাব-৬ -এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ফিরোজ জানান, আজ সকালে নগরীর জিরো পয়েন্ট এলাকায় পাচারের জন্য সাপের বিষগুলো নিয়ে যাওয়া হয়েছিল। এ সময় র্যাব এই তিনজনকে আটক ও ছয়টি কাচের জারে রাখা বিষ জব্দ করে। জব্দকৃত বিষের বাজারমূল্য আনুমানিক ১০০ কোটি টাকা এবং এই ছয়টি কাচের জারের গায়ে ‘মেড ইন ফ্রান্স’ লেখা রয়েছে ।
জব্দকৃত ছয়টি জারে মোট ১২ পাউন্ড বিষ রয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা।