খুলনা জিআরপি থানায় গৃহবধূকে ধর্ষণের প্রমাণ পায়নি পিবিআই

সাক্ষ্যপ্রমাণ না থাকায় এবং ভিকটিমের সহায়তা না পাওয়ায় খুলনা রেলওয়ে (জিআরপি) পুলিশের হাতে গৃহবধূ ধর্ষণ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ওই প্রতিবেদনে কোনো ধর্ষণের প্রমাণ পায়নি বলে উল্লেখ করা হয়।
আজ সোমবার দুপুরে খুলনায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান পিবিআই খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান।
২০১৯ সালের ২ আগস্ট বেনাপোল থেকে খুলনাগামী একটি ট্রেন থেকে এক গৃহবধূকে ফেনসিডিলসহ আটক করে রেল পুলিশ। একদিন পর সেই গৃহবধূকে আদালতে পাঠালে আদালত অসুস্থ গৃহবধূকে আগে চিকিৎসার নির্দেশ দেন। চিকিৎসা শেষে এই গৃহবধূ আদালতে জবানবন্দি দেন যে তাঁকে রাতভর রেলওয়ে থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওছমান গনি পাঠানসহ পাঁচ পুলিশ ধর্ষণ করেছে। আদালত স্বউদ্যোগে অভিযুক্ত পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সুপারিশ করে। একইসঙ্গে অভিযুক্ত পুলিশদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেয়। এ ঘটনায় তৎকালীন রেল পুলিশের ওসি ওছমান গনি পাঠানসহ পাঁচজনকেই প্রত্যাহার করা হয়।
সেই মামলায় দীর্ঘদিন তদন্ত শেষে পিবিআই আজ মামলায় সাক্ষ্য প্রমাণ এবং ভিকটিমের ডিএনএ টেস্ট না করার অনাগ্রহে এই চূড়ান্ত রিপোর্ট দাখিল করে।