খুলনা বিভাগের তিন জেলায় করোনায় ৫ জনের মৃত্যু

খুলনা বিভাগে আজ শুক্রবার সকাল পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যু দাঁড়াল তিন হাজার ৭০ জনে। একই সময় নতুন করে ১৫৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে, যা আগের দিন ছিল ১৬৪ জন। আজ দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার এ তথ্য জানান।
স্বাস্থ্য পরিচালক আরও জানান, ২৪ ঘণ্টায় যশোরে এক, কুষ্টিয়ায় তিন ও মেহেরপুরে একজনসহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা গতকাল ছিল চারজন। টানা তিন মাস পর খুলনা জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে এক লাখ ১০ হাজার ৫৪৫ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৭০ জনে। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক লাখ দুই হাজার ২৪ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, বিভাগে শনাক্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে খুলনা জেলা শীর্ষে রয়েছে, ৭৭৮ জন। তারপর কুষ্টিয়ায় ৭৪৮, যশোরে ৪৭৬, ঝিনাইদহে ২৬৪, নড়াইল ১১৫, মেহেরপুরে ১৮০, চুয়াডাঙ্গায় ১৮৯, বাগেরহাটে ১৪২, সাতক্ষীরায় ৮৮ ও মাগুরায় ৯০ জন।
খুলনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৩৬ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ২৭ হাজার ৫৯৮ জন। আক্রান্ত হয়ে মারা গেছে ৭৭৮ জন এবং সুস্থ হয়েছে ২৫ হাজার ৩৯৫ জন।
বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে তিনজনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো সাত হাজার ৬৩ জন। আক্রান্ত হয়ে মারা গেছে ১৪২ জন এবং সুস্থ হয়েছে ছয় হাজার ৮২৯ জন।
সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ১৭ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ছয় হাজার ৭৮৩ জন এবং মারা গেছে ৮৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ছয় হাজার ১৭২ জন।
যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ২৪ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২১ হাজার ৩৮০ জন। এ সময় মারা গেছে ৪৭৫ জন এবং সুস্থ হয়েছে ২০ হাজার ১৯৪ জন।
নড়াইলে এ সময়ে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে সাতজনের। এ নিয়ে জেলায় মোট করোনা পজিটিভ শনাক্ত হয়েছে চার হাজার ৯০৭ জন। মারা গেছে ১১৫ জন এবং সুস্থ হয়েছে চার হাজার ৫০১ জন।
মাগুরায় নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে দুজনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে চার হাজার ৯৪ জন। এ সময় মারা গেছে ৯০ জন এবং সুস্থ হয়েছে তিন হাজার ৩৬০ জন।
ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ২৩ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে নয় হাজার ১৯৫ জন। মারা গেছে ২৬৪ জন এবং সুস্থ হয়েছে আট হাজার ৭০ জন।
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ২৯ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৮ হাজার ২৩ জন। মারা গেছে ৭৪৫ জন এবং সুস্থ হয়েছে ১৬ হাজার ৭৯৫ জন।
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ১১ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ছয় হাজার ৮১৩ জন। মারা গেছে ১৮৯ জন এবং সুস্থ হয়েছে ছয় হাজার ৩৪৬ জন।
মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে তিনজনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে চার হাজার ৬৭৮ জন। আক্রান্ত হয়ে মারা গেছে ১৮০ জন এবং সুস্থ হয়েছে চার হাজার ৩৫৯ জন।