খুলনা বিভাগে করোনায় আজও ৪৮ জনের মৃত্যু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/07/13/star-mail-photo-khulna.jpg)
গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের ১০ জেলায় করোনায় ৪৮ জনের মৃত্যু হয়েছে। করোনা পজিটিভ শনাক্ত হয়েছে এক হাজার ৫৮৮ জনের। এ পর্যন্ত মোট মারা গেছে এক হাজার ৬৮৯ জন। শনাক্তের বিপরীতে জুলাই মাসে মৃত্যুর হার বৃদ্ধি পেয়েছে।
আজ মঙ্গলবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. রাশেদা সুলতানা জানান, খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৫৮৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। যা তার আগের দিন ছিল এক হাজার ৬৪২ জন। শনাক্ত আগের দিনের চেয়ে কম ।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় খুলনায় ১৪, বাগেরহাট এক, সাতক্ষীরায় এক, যশোরে ১০, নড়াইলে তিন, ঝিনাইদহে পাঁচ, কুষ্টিয়ায় নয়, চুয়াডাঙ্গায় দুই, মেহেরপুরে তিনজনসহ মোট ৪৮ জনের মৃত্যু হয়েছে ।
করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৭৪ হাজার ৭৮০ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৮ হাজার ১১১ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, বিভাগে শনাক্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে খুলনা জেলা শীর্ষে রয়েছে ৪৪৩ জন, তারপর কুষ্টিয়ায় ৩৫৯ এবং যশোরে ২৪০ জন। ছোট জেলার মধ্যে চুয়াডাঙ্গায় ১২৬ এবং মেহেরপুরে ৮৩ জন। ঝিনাইদহে ১৪৬ জনের মৃত্যু হয়েছে।
খুলনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৩২০ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৯ হাজার ৪৪৮ জন। আক্রান্ত হয়ে মারা গেছে ৪৪৩ জন এবং সুস্থ হয়েছে ১৩ হাজার ১৩৩ জন।
বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯৯ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো চার হাজার ৮৬০ জনের। আক্রান্ত হয়ে মারা গেছে ১০৩ জন এবং সুস্থ হয়েছে তিন হাজার ৩৬০ জন।
সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৯১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে চার হাজার ৫৮৭ জনের এবং মারা গেছে ৭৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে তিন হাজার ২৮৩ জন।
যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৩৬৫ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ৯৭৯। এ সময় মারা গেছে ২৪০ জন এবং সুস্থ হয়েছে নয় হাজার ৩৮৪ জন।
নড়াইলে এ সময়ে শনাক্ত হয়েছে ২৫ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৪৮৫ জনের। মারা গেছে ৭১ জন এবং সুস্থ হয়েছে দুই হাজার ৪৬৭ জন।
মাগুরায় শনাক্ত ৮১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ২২৪ জন। এ সময় মারা গেছে ৩৯ জন এবং সুস্থ হয়েছে এক হাজার ৪২১ জন।
ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১০৮ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৮৫৮ জন। মারা গেছে ১৪৬ জন এবং সুস্থ হয়েছে তিন হাজার ৫৭৪ জন।
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ২৯১ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১০ হাজার ৮৭২ জন। মারা গেছে ৩৫৯ জন এবং সুস্থ হয়েছে ছয় হাজার ৯৯০ জন।
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৩৬ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে চার হাজার ৮১৩ জন। মারা গেছে ১২৬ জন এবং সুস্থ হয়েছে দুই হাজার ৭৩৫ জন।
মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৭২ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৬৫৪। এই সময় আক্রান্ত হয়ে মারা গেছে ৮৩ জন এবং সুস্থ হয়েছে এক হাজার ৭৮৪ জন।
খুলনা স্বাস্থ্য বিভাগ থেকে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, জুলাই মাসের সংক্রমণের বিপরীতে মৃত্যুর হার বেশি। ৩০ জুন খুলনা বিভাগের ১০ জেলায় শনাক্ত ৫৬ হাজার ২৭৫-এর বিপরীতে মৃত্যুর সংখ্যা ছিল এক হাজার ৭০ জন। মৃত্যুর হার ১ দশমিক ৯০ শতাংশ।
জুলাই মাসের ১০ তারিখ পর্যন্ত মোট ৭৩ হাজার ১৯২ জন শনাক্তের বিপরীতে মৃত্যু হয়েছে এক হাজার ৬৪১ জনের। মৃত্যুর হার ২ দশমিক ২৪ শতাংশ।
এর মধ্যে ৩০ জুন পর্যন্ত কুষ্টিয়ায় সাত হাজার ৭২৫ শনাক্তের বিপরীতে মৃত্যু ছিল ২১১ জন। মৃত্যুর হার ২ দশমিক ৭৩। যা ১০ জুলাই ১০ হাজার ৫৮১ জন শনাক্তের বিপরীতে মৃত্যু ৩৫০ জন। মৃত্যুর হার ৩ দশমিক ৩০ শতাংশ।