গজারিয়ায় নির্বাচনি সহিংসতায় ছাত্রলীগনেতাসহ আহত ৮

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় দুপক্ষের সংঘর্ষে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ অন্তত আটজন আহত হয়েছেন। আজ বুধবার সকালের দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত আহম্মেদ রুবেল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং এবার আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।
জানা যায়, আজ সকালের দিকে ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় বর্তমান বাউশিয়া ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান ও উপজেলা ছাত্রলীগনেতা আহম্মেদ রুবেল গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় রুবেল ও বাউশিয়া ইউনিয়ন চেয়ারম্যানের ভাই রাসেল প্রধানসহ অন্তত আটজন আহত হন।
আহত ছাত্রলীগ নেতা আহম্মেদ রুবেলের দাবি, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক চেয়ে বাউশিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থিতা ঘোষণা করেন। মূলত এই বিষয় নিয়ে বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমানের সঙ্গে তাঁর দ্বন্দ্ব শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে আজ সকাল সোয়া ৬টার দিকে ঠিকাদারি কাজের জন্য মালামাল আনতে তিনি ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় যান। এরপর উপজেলার টেংগারচর ইউনিয়নের বৈদ্যারগাঁও বাজার সংলগ্ন মোড়ে এলে মিজানুর রহমানের ছোট ভাই রাসেলসহ ১০ থেকে ১৫ জনের একটি দল কয়েকটি মোটরসাইকেল নিয়ে এসে তাঁর পথরোধ করে ও হামলা চালায়।
পরে স্থানীয়রা আহত রুবেল ও তাঁর সহযোগীদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা পাঠায়।
তবে চেয়ারম্যানের ভাইয়ের ওপর হামলার বিষয়টি রুবেল জানেন না বলে নিশ্চিত করেছেন।
অপরদিকে আহত রাসেলের দাবি, দীর্ঘদিন ধরে গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহম্মেদ রুবেল তাঁর বড় ভাই বাউশিয়া ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমানকে কটাক্ষ করে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে বির্তকের সৃষ্টি করে আসছিলেন। আর সকাল সাড়ে ৬টার দিকে ভবেরচর বাসস্ট্যান্ড হয়ে ভবেরচর বাজারে যাওয়ার সময় আহমেদ রুবেলের সমর্থকরা তাঁর(রাসেল) ওপর হামলা করে।
পরে আহত রাসেল ও সঙ্গে থাকা সজিবকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে বাউশিয়া ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘আজ সকাল সাড়ে ৬টার দিকে আমার ছোট ভাই ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাসেল ও আমার ড্রেজারের ম্যানেজার সজিব বাড়ি থেকে ভবেরচর বাজারে যাচ্ছিল। পথে ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় আহমেদ রুবেল ও তার সহযোগীরা হামলা করে।’
এ ব্যাপারে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইছ উদ্দিন বলেন, ‘সংঘর্ষের খবর পেয়েছি। এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’