গাঁজা সেবন নিয়ে বিরোধ, বন্ধুকে হত্যার অভিযোগ

খুলনার রূপসা উপজেলায় গাঁজা সেবন নিয়ে বিরোধের জের ধরে বন্ধুর ছুরিকাঘাতে সুমন শেখ (২৫) নামের এক যুবক খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত যুবকের নাম মাহমুদুল। গতকাল শনিবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার নৈহাটী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমন নৈহাটী গ্রামের আবজাল হোসেন শেখের ছেলে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন ও স্থানীয়রা জানান, এক মাস আগে গাঁজা সেবন নিয়ে সুমন ও মাহমুদুল নামের দুই বন্ধুর কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। ওই ঘটনার জের ধরে গতকাল শনিবার রাত পৌনে ৯টার দিকে নৈহাটী মোড়ের বসিরের দোকানের সামনে তাঁরা আবারও বিবাদে জড়িয়ে পড়েন। একপর্যায়ে মাহমুদুল উত্তেজিত হয়ে সুমনের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এতে সুমন গুরুতরভাবে আহত হন। খবর পেয়ে পরিবারের লোকজন স্থানীয়দের সহায়তায় রক্তাক্ত অবস্থায় সুমনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পরই গতকাল রাতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) এস এম রাজু আহমেদ ও রূপসা থানার ওসি মোল্লা জাকির হোসেনসহ থানার অন্যান্য কর্মকর্তা এবং জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) সদস্যরা ঘটনাস্থলে যান।
এ ছাড়া সুমনের লাশ খুমেকের মর্গে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।