গাইবান্ধায় নেশার টাকা না পেয়ে মাকে হত্যা

গাইবান্ধায় নেশার টাকা না পেয়ে মাকে পিটিয়ে হত্যা করেছে এক মাদকাসক্ত ছেলে। ছবি : এনটিভি
গাইবান্ধায় নেশার টাকা না পেয়ে মাকে পিটিয়ে হত্যা করেছে এক মাদকাসক্ত ছেলে। গতকাল সোমবার রাতে সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের থানসিংহপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওই নারীর নাম খাতিজা খাতুন।
স্থানীয়রা জানায়, ওই গ্রামে আব্দুল সাদেক আলীর ছেলে শাওন দীর্ঘদিন থেকে বিভিন্ন ধরনের মাদকে আসক্ত ছিল। ঘটনার সময় শাওন তার মায়ের কাছে নেশার টাকা চায়। এতে টাকা দিতে অস্বীকার করলে মাদকাসক্ত শাওন ক্ষিপ্ত হয়ে তার মা খাতিজা বেগমকে পিটিয়ে গুরুতর আহত করেন। এ সময় বাধা দিতে গেলে তার বাবাকেও মারপিট করে পালিয়ে যান।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় খাতিজা বেগমকে উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।