গাজীপুরে বিদেশি দুই কারখানাকে জরিমানা ও এক কর্মকর্তার কারাদণ্ড
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/06/24/-gazipur-1-aresset-pic.jpg)
গাজীপুরে পরিবেশ দূষণের দায়ে সিসা তৈরির দুটি বিদেশি কারখানাকে জরিমানা এবং এক কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই দুই কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
এছাড়া পৃথক অভিযানে এক ব্যবসায়ীকে জরিমানা এবং প্রায় ৫০০ কেজি নিষিদ্ধঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে অপর একটি ভ্রাম্যমাণ আদালত।
গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন জানান, গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানা এলাকাস্থিত চীনের দুটি কারখানায় বেশ কিছুদিন ধরে অবৈধভাবে পুরাতন ব্যাটারি পুড়িয়ে ও গলিয়ে সিসা তৈরি করা হচ্ছিল। এতে পরিবেশ দূষণের পাশাপাশি জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল। এর পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানের নেতৃত্ব সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত সারাবো এলাকার ঝংশিয়ান রিজেনারেশন রিসোর্সেস লিমিটেড নামের কারখানাকে দেড় লাখ টাকা এবং হাতিমারা এলাকার টংরিভ দ্যা ইন্ডাস্ট্রি লিমিটেড ইউনিট-২ কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করেন। এ সময় আদালত ঝংশিয়ান রিজেনারেশন রিসোর্সেস লিমিটেড কারখানার ম্যানেজার কোরবান আলীকে (৩৬) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে কারাগারে পাঠান। এছাড়াও যথাযথ পরিবেশ ব্যবস্থাপনা নিশ্চিত করা পর্যন্ত কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
এদিকে, র্যাব-১-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ্ -এর নেতৃত্বে অপর একটি ভ্রাম্যমাণ আদালত একইদিন মহানগরীর টঙ্গীর বড় দেওড়া এলাকায় নিষিদ্ধঘোষিত পলিথিন শপিং ব্যাগবিরোধী অভিযান চালান। পরিবেশ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের সহযোগিতায় এ অভিযানকালে ওই এলাকার ব্যবসায়ী হেলাল উদ্দিনের কাছ থেকে প্রায় ৫০০ কেজি নিষিদ্ধঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। এ সময় ওই ব্যবসায়ীকে আড়াই লাখ টাকা জরিমানা করেন আদালত।
গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মমিন ভুঁইয়া ও পরিদর্শক সঞ্জিত বিশ্বাসসহ র্যাব-১-এর সদস্যরা এ অভিযানকালে উপস্থিত ছিলেন।