গোপালগঞ্জে ট্রাকচাপায় নারী নিহত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ট্রাকচাপায় নিহত নার্গিস সিকদারের মরদেহ। ছবি : এনটিভি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ট্রাকচাপায় নার্গিস সিকদার (৪০) নামের এক বিধবা নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার মাঝবাড়ি এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত নার্গিস উপজেলার তারাশী গ্রামের সিদ্দিক সিকদারের মেয়ে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘নার্গিস ফেরি করে শাড়ি বিক্রি করে। দুর্ঘটনার সময় তিনি ভ্যানে করে শাড়ি ফেরি করতে তারাশি গ্রামের বাড়ি থেকে বের হন। এ সময় মাঝবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ওই নারীর মৃত্যু হয়।’
ওসি আরও বলেন, ‘দুর্ঘটনার সময় প্রচুর বৃষ্টি ছিল। এ কারণে ঘাতক ট্রাকটিকে শনাক্ত করা যায়নি। এছাড়া ভ্যানচালকও লাশ রেখে পালিয়ে যায়। আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’