গোপালগঞ্জে নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ঠিকাদারেরা ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর কলেজ মোড়ে রোববার নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেন। ছবি : এনটিভি
নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধির প্রতিবাদে গোপালগঞ্জের মুকসুদপুরে মানববন্ধন হয়েছে। আজ রোববার দুপুর ১২টায় উপজেলার ঠিকাদারদের আয়োজনে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর কলেজ মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর মিয়া মানববন্ধনে বাধা দেন।
মানববন্ধন শেষে এক প্রতিবাদে বক্তারা বলেন, সরকারকে বেকায়দায় ফেলতে একটি সিন্ডিকেট ষড়যন্ত্র করে রড, সিমেন্ট, বিটুমিন, পাথরসহ নির্মাণসামগ্রীর দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি করছে। ফলে প্রতিনিয়ত ঠিকাদারদের লোকসান গুনতে হচ্ছে। এতে সরকারের উন্নয়ন কাজ বাধাগ্রস্থ হচ্ছে।
অতি দ্রুত বাজারদর নিয়ন্ত্রণের দাবি জানান বক্তারা।